ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক ( এস আই) পাবেল মোল্লা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা এলাকায় ধান ক্ষেতের পাশ থেকে ঔই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা এলাকায় ধানের ক্ষেতের পাশে একটি মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কিন্তু তার কোন পরিচয় পাওয়া যায় নি। তার শরীরে হালকা ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহের পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট ছিল।
এ বিষয়ে ধামরাই থানার উপ- পরিদর্শক (এস আই) পাবেল মোল্লা বলেন, মরদেহের শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ করে হত্যা করা হয়েছে। মরদেহটি সুরতহালের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।