Site icon Daily Dhaka Press

ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি রূপান্তরে সুবিচার চাই শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর উদ্যোগে ‘জ্বালানি রূপান্তরে সুবিচার চাই: ক্যাব’ শীর্ষক একটি আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়

 বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফুজ্জামান তুহিন।

আলোচনা সভায় সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বদরূল ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, উন্নয়ন অর্থনীতি গবেষক ড. মাহা মির্জা।

আলোচনা সভায় অনলাইনে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া।

Exit mobile version