নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচী চলাকালে রাজধানীর পল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তে কাজ চলছে৷ ঘটনাটি যারাই ঘটিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।