চট্টগ্রাম ব্যুরো : আমেরিকার নিউইংল্যন্ডে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশী কৃতজনদের সাথে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে প্রথম বারের মত আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্ত আলোচনা ” সূফি দৃষ্টিভঙ্গি : শান্তি ও ন্যায় বিচার”। ক্যামব্রিজ সিটির ১০১ রজার স্ট্রিট স্টুডিও হলে আগামী ২ ডিসেম্বর২০২৩ইং শনিবার বিকাল ৪টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ট্রাস্টের সম্মানিত ম্যনেজিং ট্রাস্ট্রি আওলাদে রাসুল (দ.) রাহবারে আলম শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বিশ্বখ্যাত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান এমআইটির পোস্ট ডক্টোরাল স্কলার ড. এম ইমরানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই মুক্ত আলোচনায় অংশ নিবেন নিউইংল্যান্ডের বহু ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠায় গূরুত্বপূর্ণ অবদান রাখা কৃতিজন সৈয়দ নুরুজ্জামান, ডিজেস্টার সিলড্রেন এন্ড ইনফেন্টস ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিশু অধিকার সংরক্ষণ আন্দোলনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ডা: এহসান হক, দরিদ্র শির্ক্ষাথীদের সহযোগিতায় কাজ করা সেচ্চসেবী প্রতিষ্ঠান ” SHEBI.org” এর প্রিতষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যাসাসুসেট ওয়াটার ডেভলাপমেন্ট অথরিটির প্রাক্তন ডিভিশনাল এমআইএস লিজিয়ন ব্যবস্থাপক প্রকৌশলী ফিরোজ খান, স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ ডা: গোলাম মোস্তাফা, ব্রেন্ডেল ইউনিভার্সিটির ভিজিটিং রিসার্স স্কলার প্রণব বনিক,
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও তরুণ সংগঠক হুমায়ুন মোর্শেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মেহেদী ইমাম, স্বনামধন্য আলোকচিত্র সাংবাদিক তাপস বড়ুয়া, ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিষ্টস এর প্রতিষ্ঠাতা মহাসচিব সুহাস বড়ুয়া, রাজনীতিবীদ সংগঠক উসমান গনি ও র্হাবার্ড মেডিকেল স্কুল এফিলিয়েটেড রিসার্স প্রজেক্টের গবেষণা সহকারী টিপু চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে মানব কল্যানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ট্রাস্ট্রের উল্লেখযোগ্য কর্মকান্ডের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।