Site icon Daily Dhaka Press

রাজশাহী-৫ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুল ওয়াদুদ

মোফাজ্জল হোসেন,দুর্গাপুর (রাজশাহী) :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে রাজশাহী জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দ্বারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২ টায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় তার সমর্থকারী ও প্রস্তাবক ও পুঠিয়া-দুর্গাপুর এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে রাজশাহী-৫ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দ্বারা।

Exit mobile version