রাজিব রায়হান, জাবি প্রতিনিধি :
‘পদ্ম ফুটুক কণ্ঠ ঢেউয়ে, ভাসুক নব তরণি’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর আয়োজনে আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নবীন ও ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় সংগঠনের প্রেস এন্ড মিডিয়া সম্পাদক তামজীদ আল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার প্রথম পর্বে আগামী ১-২ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে আয়েজনের উদ্বোধনী পর্ব ও ৫ম নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৩। উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এর সম্মানিত মডারেটর অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। বাংলায় এশিয়ান ও ইংরেজিতে ব্রিটিশ সংসদীয় বিতর্কের নিয়মাবলী অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে আগামী ৮ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে অনুষ্ঠিত হবে ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩। সকল বিভাগ ও ইন্সটিটিউটের অংশগ্রহণে শ্রেষ্ঠত্বের শিরোপা দখল করতে লড়াই করবে স্ব-স্ব বিভাগের বিতার্কিকরা। প্রতিযোগিতার তৃতীয় পর্বে আগামী ১৫ ডিসেম্বরে সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরষ্কার বিতরণী ও আয়োজনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।
৫ম নবীন বিতর্ক প্রতিযোগিতা এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতিমা তুজ জোহরা বৈশাখী এবং ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা সাকি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, "জেইউডিও শুধু জাতীয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বই করে না, একইসাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিভাবে বিতার্কিক তৈরি করা যায় এবং বিতর্কচর্চায় সকলকে উদ্বুদ্ধ করে দেশগঠনে ভূমিকা রাখা যায় সেদিকেও লক্ষ্য রাখে। নবীন বিতার্কিকদের পদচারণার মধ্য দিয়ে যুক্তিবাদী সমাজ বিনির্মাণের এ চর্চা আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।"
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.