ধামরাই (ঢাকা) প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঢাকা- ২০, ধামরাই আসনে মনোনয়নপত্র ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সফল চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে নির্বাচনী আচরণ মেনে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়, মোহাদ্দেছ হোসেন ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৮৫ সালে প্রথম ধামরাই সরকারি কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এরপর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়েও দির্ঘদিন দ্বায়িত্ব পালন করেন। এরপর পৌরসভার ১ নং ওয়ার্ডের সফল কাউন্সিলরের দ্বায়িত্ব পালন করেন। পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সর্বশেষ ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সুযোগ থাকায় তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। আজ বৃহস্পতিবার তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচন করবো। ধামরাইবাসীর কাছে তিনি ভোট ভিক্ষা চেয়ে সকলের সাহায্য সহযোগিতা চেয়েছেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।