জামালপুর প্রতিনিধি: জামালপুর – ২(ইসলামপুর) আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী পাটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ উপজেলা রিটার্নিং অফিসার সিরাজুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়নপত্রটি দাখিল করেন।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো.আনোয়র হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক আনিছুর রহমান মানিক,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল্লাহ,মো.জুয়েল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিলের পর মোস্তফা আল মাহমুদ বলেন,জাতীয় পাটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।
আপনারা দোয়া করবেন আমরা যেন সকল আইন কানুন মেনে নির্বাচনে অংশ নিতে পারি। পরে তিনি ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে পার্টির সাধারন সম্পাদক মো.জিল্লুর রহমনের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।