চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন থেকে মো: মুসলিম (৪৭) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দক্ষিণ পাশ্বে সামমাহালদার পাড় গ্রামীণ রাস্তার ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা।
এসময় তার কাছ থেকে দুনল বিশিষ্ট একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আসামি মুসলিম ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌওলানা খায়েজ আহাম্মদ শাহার বাড়ির মৃত মফজল আহম্মদের পুত্র।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই টুটুন মজুমদার জানান, বৃহস্পতিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.