Site icon Daily Dhaka Press

বিসিএস ও প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর

এমএজি সিরাজী, শিক্ষা ডেস্ক: 

১. জিম্বাবুয়ের পূর্বের নাম কী ছিল ?

ক) রোডেশিয়া
খ) দ . রোডেশিয়া
গ ) দক্ষিণ আফ্রিকা
ঘ ) মোজাম্বিক
উঃ খ

২. পূর্ব তিমুর কোন দেশের অংশ ছিল ?
ক) লাওস খ) মালয়েশিয়া
গ) ইন্দোনেশিয়া
ঘ) ভিয়েতনাম
উঃ গ

৩.ভিয়েতনাম ‘ গোল্ড কোস্ট’ কোন দেশের পুরাতন নাম ?
ক) বেনিন খ) ঘানা
গ) নাইজেরিয়া ঘ) মিশর
উঃ খ

৪. স্টেট ডুমা কোন দেশের আইনসভা ?
ক) জর্জিয়া খ) রাশিয়া
গ) তুরস্ক ঘ) ইতালি
উঃ খ

৫.পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ ?
ক) পাপুয়া নিউগিনি
খ) অস্ট্রেলিয়া
গ) ইন্দোনেশিয়া
ঘ ) মালয়েশিয়া
উঃ খ

৬.প্রিস্টিনা না কোন দেশের রাজধানী??
ক)ক্রোয়েশিয়া খ)কসোভো
গ)মেসিডোনিয়া ঘ)জর্জিয়া
উঃ খ

৭.নরওয়ের মুদ্রার নাম –
ক) ইউরোপ খ) গিল্ডার
গ) ক্রোনা ঘ) লীরা
উঃ গ

৮.গ্রেট ওয়াল কোন দেশের অবস্থিত?
ক)চীন খ) রাশিয়া
গ) ভারত ঘ) যুক্তরাষ্ট
উঃ ক

৯.কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশের অবস্থিত?
ক) আজারবাইজান
ক) ইরান গ)সৌদিআরব ঘ)তুরস্ক
উঃ ঘ

১০.9/11 ঘটনাটি কোন দেশের সাথে জড়িত??
ক)যুক্তরাষ্ট্র খ)বাংলাদেশ
গ)জার্মানি ঘ)ফ্রান্স
উঃ ক

১১.কোন দেশটি এখনো উপনিবেশ হয়নি?
ক)বার্মা খ)লাউস গ)থাইল্যান্ড ঘ)ইন্দোনেশিয়া
উঃ গ

১২.বাংলাদেশের SDG এর সমন্বয় কে?
ক)আবুল কালাম আজাদ
খ)গোলাম সরোয়ার
গ)ইকবাল করিম
ঘ)ড. মুহাম্মদ সাদিক
উঃ ক

১৩.মানব অধিকার দিবস পালন করা হয় কোন দিনটিতে?
ক)২৬ জুন খ)১ মে
গ)১ আগস্ট
ঘ)১০ ডিসেম্বর
উঃ ঘ

১৪.ইসরাইলের আইন সভা কোন নামে পরিচিত?
ক) নেসেট খ) ডায়েট
গ) কংগ্রেস ঘ) লিকুদ
উঃ ক

১৫.বাংলাদেশের অধিবাসী নয় কোন উপজাতি?
ক) রাজবংশী খ) মগ
গ) কুকি ঘ) মাওরি
উঃ ঘ

১৬.বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোথায় নির্মিত হয়েছে?
ক)খিলগাঁও খ)মহাখালী গ)গাবতলী
ঘ)মতিঝিল- সবুজবাগ
উঃ খ

১৭.কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?
ক)১৮৯০ খ) ১৯০১
গ) ১৯৭৬ ঘ)১৯৯০
উঃ গ

১৮.সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার কতদিন পূর্বে জাতীয় সংসদ নির্বাচন করতে হয়?
ক)৬০ খ) ৭০ গ) ৯০ ঘ)৩০
উঃ গ

১৯.বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কততম?
ক)৩য় খ) ৪র্থ গ)৫ম ঘ)৬ষ্ঠ
উঃ ঘ

২০.বাংলাদেশ প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে কত সালে?
ক)১৯৭৫ খ) ১৯৭৭ গ)১৯৭৮ ঘ)১৯৮০
উঃ গ

Exit mobile version