সরাইল , (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত), জনাব আ.স.ম আতিকুর রহমান, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়াদের নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/জয়নাল আবেদীন-২, এসআই(নিরস্ত্র)/রহমান খান পাঠান, এএসআই(নিরস্ত্র)/ মোঃ সফিউল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ ০১ ডিসেম্বর, ২০২৩,রাত ০০.৩৫ ঘটিকায় সময় সরাইল থানাধীন সদর ইউনিয়নের কুট্টাপাড়া সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে অবস্থিত ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি লিঃ এর সম্মুখ হইতে অনুমান ৫০০ গজ পশ্চিম দিকে মহাসড়কের উত্তর পার্শ্বের রাস্তার ঢালে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ডাকাত ১। রাসেল মিয়া(৩৫), পিতা-আবুল কাশেম, গ্রাম- পূর্ব কুট্টাপাড়া, থানা- সরাইল, ২. লুৎফর রহমান(৩০), পিতা-মোঃ রৌশন আলী, গ্রাম- খাটিহাতা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, ৩. মোঃ জুবায়ের(২৫), পিতা-উম্মেদ আলী, গ্রাম- খাটিহাতা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য , আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানার একাধিক মামলা বিচারাধীন আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।