Site icon Daily Dhaka Press

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জেলা সহ কেঁপে উঠলো মৃদু ভূমিকম্পে। আজ শনিবার সকাল ৯:৩৫ এর দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে।ঢাকার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। আবহাওয়া অফিস বলছে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর থেকেও ভূমিকম্পনের খবর পাওয়া যায়।

Exit mobile version