এইচ এম বাবলু বাউফল, পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রাথীহিসাবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন হয়েছেন বিএনএফ’র সংসদ সদস্য প্রার্থী। তবে এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে রাজী হননি।’ এ বিষয়ে জানার জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাহনুর হকের মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাহিদুল ইসলাম প্রিন্স বলেন,‘জোবায়ের হোসেন আমাদের কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তবে তিনি (জুবায়ের) যে বিএনএফ থেকে মনোনয়ন নিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে নির্বাচন করছেন তা আমাদের জানা নাই। এ বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়াও তৃণমূল বিএনপি থেকে যিঁনি মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর নাম মাহাবুবুল আলম সবুজ। তিনি উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজনীতিতে একবারেই অপরিচিত মুখ।
আর জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মো. মহসীন হাওলাদার। তাঁর বাড়ি বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। ২০০১ ও ২০১২ সালের বাউফল পৌরসভার নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। সর্বশেষ ২০১২ সালে তিনি পেয়েছিলেন ৫৫ ভোট।
এছাড়া এ আসন থেকে দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের একজন হলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান, কেন্দ্রেীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য ও বীর উত্তম মরহুম সামসুল আলম তালুকদারের ছেলে হাসীব আলম তালুকদার। আরেজন হলেন কালিশুরী ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ হাওলাদার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.