জেলা প্রতিনিধি, নাটোর : নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের কার্যালয়ে থাকা বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এ সময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর নার্গিস পারভীন জানান, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ কুতুবী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।