নিজস্ব সংবাদদাতা:
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে ঢাকা জাতীয় প্রেসক্লাবে দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধীদের জন্য সকল রাস্তাঘাট, মার্কেট, অফিস, আদালত, পার্কস, স্কুল কলেজ ও সর্বত্র হুইল চেয়ারে চলার ব্যবস্থা করার দাবিতে ভার্চুয়াল কমিউনিটি অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি’র তত্ত্বাবধানে ও কামাল হাসনাইনী’র উদ্বেগ ও আহ্বানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ম্যাপিং, ও আলোচনা শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, চিত্তরঞ্জন দাস। কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের শহর সমাজসেবা কার্যালয়-৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
তাছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আসা শীর্ষস্থানীয় গুগল লোকাল গাইডস।