চট্টগ্রাম ব্যুরো :
মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও হাজার বছরের বাঙালীর গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্মের নেতৃত্বেই এগিয়ে যাবে।
তাদের যতবেশী সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হবে দেশ ও জাতি তত সমৃদ্ধ হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর চট্টগ্রামের মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর চট্টগ্রামের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ০২ ডিসেম্বর ২০২৩খ্রি. শনিবার বিকেল ৪টায় মিউসিপ্যাল মডেল সিটিকর্পোরেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সংগঠনের মহাসচিব ও নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংস্কৃতিক সংগঠক পঙ্কজ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগর আওয়ামীলীগ নেতা কে.বি.এম শাহজাহান।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নৃত্য প্রশিক্ষক মোহাম্মদ হোসেন মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা ছাবের, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক স.ম জিয়াউর রহমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জসিম উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন বেতার ও টেলিভিশন শিল্পী হিল্লোল দাশ সুমন, গণসংগীত শিল্পী হানিফ চৌধুরী, আবৃত্তি শিল্পী স্বপ্না মঞ্জুরী জিমি, ডা. নারগিস আকতার, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সাংস্কৃতিক সম্পাদক নিহার রঞ্জন ভট্টাচার্য, সদস্য ও সংগীত শিল্পী বেবি দাশ মজুমদার, ইশিতা চক্রবর্তী, আগ্রিকা চক্রবর্তী, সায়নী ধর, অন্বেষা মিত্র, স্বস্তিকা বড়ুয়া, অপর্ণা কর্মকার। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।