ঢামেক প্রতিবেদক :
রাজধানীর বিমানবন্দর থানা গোলচত্বর এলাকায় পিকআপের ধাক্কায় হুমায়ুন কবির (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একজন হোটেল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালক কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে হুমায়ুন কবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন কাউসার বলেন, দুপুর একটার দিকে বিমানবন্দর গোলচত্বর বলাকা ভবনের পাশে পিকআপের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক পিকআপ চালক ও পিকআপকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি একজন হোটেল ব্যবসায়ী। তার বাড়ি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায়। রাজধানীর বিমানবন্দরে তার একটি হোটেলের ব্যবসা রয়েছে।