নিজস্ব সংবাদদাতা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গনতন্ত্র বিকাশ মঞ্চ জোটের ন্যাশনাল পিপলস পার্টি (NPP)- এর প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (BSP)।
আজ জোটর অফিস হতে বাংলাদেশ সনাতন পার্টি (BSP)- এর ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বাংলাদেশ সনাতন পার্টি (BSP)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায় বলেন, বাংলাদেশ সনাতন পার্টি (BSP) থেকে প্রায় ১০০ জন মতো প্রার্থী নির্বাচন করতে আগ্রহী হলে ও জোটগত নির্বাচনের কারনে আমরা ৩০ জন মনেনয়ন ফরম সংগ্রহ করেছি, আশাকরি আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আগামীতে এই সংখ্যা বাড়তে পারে।
বাংলাদেশ সনাতন পার্টি (BSP) থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা অধিকাংশ তরুন আমি বিশ্বাস করি বাংলাদেশে রাজনৈতিক যে সংকট ও শক্তিশালী বিরোধ দলের অভাব সেটা আগামীতে বাংলাদেশ সনাতন পার্টি (BSP) পূরন করতে সক্ষম হবে।
পরবর্তীতে বাংলাদেশ সনাতন পার্টি (BSP)- এর সমর্থনে যশোর -৩ অ্যাড.সুমন কুমার রায় যশোর-৪ (নিরঞ্জন শীল রনজীত, যশোর-৫ বিথীকা মল্লিক, যশোর-৬ অসীম চক্রবর্তী চট্টগ্রাম-৪ মিঠুন দাশ, চট্টগ্রাম-৫ বাসুদেব রায় চন্দন, বাগেরহাট-১, অ্যাড, বাসুদেব গুহ, লালমনিরহাট-৩, হরিশ চন্দ্র রায়, নীলফামারীর-২, বিকাশ অধিকারী, হবিগঞ্জ-২ প্রসেন দাস, পঞ্চগড়-১ মিল্টন রায় চূড়ান্তভাবে বাংলাদেশ সনাতন পার্টি (BSP) এর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু ৩০ তারিখ স্ব-স্ব জেলা রিটার্নিং অফিসার এর নিকট মনেনয়ন ফরম ও অন্যান্যা কাগজপত্র দাখিল করতে সক্ষম হন ১। অ্যাড, সুমন কুমার রায় (যশোর-৩), ২ ।অ্যাড, বাসুদেব গুহ (বাগেরহাট-১)
৩। হরিশ চন্দ্র বর্মন (লালমনিরহাট-৩)
৪।বিকাশ অধিকারী (নীলফামারী-২)
৫।মিল্টন রায় (পঞ্চগড়-১) বাকিরা সময়মতে জমা দিতে ব্যার্থ হয়।
আজ মনোনয়ন যাচাই-বাছাই- এর দিন ধার্য্য ছিল, সকাল ১১:৩০ মিনিটে যশোর জেলার রিটার্নিং অফিসার ১। সংসদীয় ৮৭ যশোর-৩ আসনে অ্যাড, সুমন কুমার রায়, ২। বাগেরহাট জেলার রিটানিং অফিসার অ্যাড, বাসুদেব গুহ, বাগেরহাট-১ ৩। লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট-৩ আসনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। স্ব-স্ব জেলা রিটার্নং অফিসার পঞ্চগড়-১ ও নীলফামারী-২ আসনের প্রার্থীর প্রার্থীতা অবৈধ্য ঘেষনা করেন। তাদের পক্ষে নির্বাচন কমিশন বরাবর আপীল করার কথা জানান বাংলাদেশ সনাতন পার্টি (BSP)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাড, সুমন কুমার রায়। তিনি আরও বলেন, আমি নিজে যশোর ৩ নং আসনে সবার সাথে মত-বিনিময় করেছি।
আশাকরি যশোর ৩ নং আসন ও সংসদীয় ৮৭ আমার নিজের নির্বাচনী আসনে সকলের আর্শীবাদে ও দোয়া এবং সমার্থনে ভালো করতে আশাবাদী।
আমরা নির্বাচন কমিশনের নিকট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশিশক্তি মুক্ত নির্বাচন প্রত্যাশী করি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে যশোর সদর-৩ আসনের জনগন পরিবর্তনের পক্ষে ভোট দিবে বলে আশাবাদী।