ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি :“থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগান কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং পথশিশুদের নিয়ে খেলাধুলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে সমবেত হয়ে পথশিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক নয়ন, সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক আকতারুল আলম সুমনসহ সংগঠনটির সাধারণ সদস্যবৃন্দ।
এসময় প্রায় অর্ধশত পথশিশুর উপস্থিততে কেক কাটা হয়, তাদের নিয়ে খেলাধুলার আয়োজন করে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক বলেন, আমরা চাই এই পথশিশুদের সাথে যেনো একসাথে কাজ করতে পারি এবং সবসময় যেনো তাদের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি।
উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে ‘কাম ফর রোড চাইল্ড’ নামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।