চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন সীতাকুণ্ড কুমিরা রেঞ্জ এলাকায় বন বিভাগের প্রায় ২৫ একর বনভূমি সাঁড়াশি উচ্ছেদ অভিযান চালিয়ে রুখে দিয়েছেন বন বিভাগ। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (সদর) জয়নাল আবেদিনের নেতৃত্বে দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই বনভূমি উদ্ধার করা হয়।
সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, একটি সংঘবদ্ধ চক্র কুমিরা রেঞ্জের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের নিয়ন্ত্রনাধীন বিএস ৭৫১ ও আর এস ৫৫৭ দাগের আনুমানিক ২৫ একর জায়গা সিমেন্টের পিলার স্থাপন করে দখলের অপচেষ্ঠা করে।
খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের নির্দেশে, শহর রেঞ্জ, হাটহাজারী রেঞ্জ এবং কুমিরা রেঞ্জের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী ও সীতাকুণ্ড থানা পুলিশের সহায়তা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দিনব্যাপী অভিযানে শতাধিক সিমেন্টের পিলার উচ্ছেদ করে বন বিভাগের ২৫ একর ভূমি দখলমুক্ত করে উদ্ধার করা হয়। মীর গ্রুপের মালিক আবদুস সালাম ও তার২০/২৫ জন শ্রমিক বন বিভাগের এই ভূমিক দখলের চেষ্ঠা চালিয়েছিলো বলে বন বিভাগের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এ ব্যাপারে বন আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.