নিজস্ব সংবাদদাতা: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক এর নাম প্রকাশ করেন ।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুমিল্লা উত্তর জেলা শাখা সভাপতি ও (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
যুবদলের আহবায়ক আতাউর রহমান দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান দিপুকে মেঘনা উপজেলা শাখার আহবায়ক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। মোহাম্মদ দিপুকে আহবায়ক এর নাম ঘোষণা করায় মেঘনা উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন,যুবদল কুমিল্লা জেলা উত্তর সভাপতি ভিপি শাহাবুদ্দিন,যুবদল কুমিল্লা জেলা উত্তর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তোফায়ের হোসেন খাঁন প্রমুখ-কে ধন্যবাদ জানান।