চট্টগ্রাম ব্যুরো: রাউজান উপজেলাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের কৃতি সন্তান ও মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত শান্তিপদ মুৎসদ্দীর ও রাধারাণী মুৎসুদ্দি’র মেজ সন্তান মনোজ মুৎসুদ্দী পিন্টু আজ ৫ ডিসেম্বর দিবাগত রাত ৩.৩০ মিনিটে পুরাতন চান্দগাঁও থানার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৬ বছর। তিনি ১ ছেলে রানা মুৎসুদ্দি ও ১ মেয়ে কেয়া মুৎসুদ্দি এবং স্ত্রী রেকে যান। গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ২টায় শতাব্দীর প্রাচীণ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হয়।
এ অনিত্য সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ অধ্যাপক ড জিনবোধি ভিক্ষু।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো, জামালখান লিচু বাগান সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, নন্দবোধি ভিক্ষু,বংশবোধি ভিক্ষু।
অনিত্য সভা শেষে চান্দগাঁও মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী ৯ ডিসেম্বর শনিবার দুপুরে প্রয়াত মনোজ মুৎসুদ্দি’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় অষ্টপরিস্কার সহ মহতি সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হবে।
এতে উপস্থিত মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী স্বজনকে উপস্থিত থেকে পুণ্যদান ও মধ্যাহ্ন ভোজন গ্রহণ করার আহ্বান জানান।