Site icon Daily Dhaka Press

ইবি’তে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের কর্মীসভা সম্পন্ন

ইবি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ ইউনিটের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বঙ্গবন্ধু হল সভাকক্ষে প্রায় তিনশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। কর্মীসভায় স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগ কর্মী রতন কুমার রায়।

কর্মীসভায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ ইউনিটকে শাখা দুর্গ হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাখা ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে দীর্ঘদিন ধরে সাংগঠনিক পরিচয়হীনতায় ভোগা কর্মীদের মূল্যায়ন করে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং হল ইউনিট গুলোর কমিটি গঠন করার ব্যাপারে জোড় দাবি জানান।

প্রধান বক্তার বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমার মত সাংগঠনিক পরিচয়হীনতায় ভোগার কষ্ট ইবি শাখা ছাত্রলীগের আর কোন কর্মী ভোগ না করুক আমি সেই প্রত্যাশা রাখি। আমরা ইতোমধ্যেই কর্মীদের জীবন বৃত্তান্ত নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়ে এসেছি।

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা বলেছি যে ৭ বছর যাবৎ ইবিতে ছাত্রলীগের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। জাতীয় নির্বাচনের আগেই আমাদের নেতাকর্মীদের পুর্নাঙ্গ কমিটি গঠন করে ছাত্রলীগের নেতাকর্মীরা যেন সাংগঠনিক পরিচয় নিয়ে বুক ফুলিয়ে হাঁটতে পারে সে ব্যবস্থা করে দিতে তারা আশ্বাস দিয়েছে। আমরাও আশা করি অতিদ্রুত আমরা পুর্নাঙ্গ কমিটি ও হল কমিটি করে দিতে পারবো।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ সকল শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ইতিমধ্যেই আমরা পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ঢাকা-কক্সবাজার রেলওয়ে সেবার সুফল ভোগ করতে পারছি।

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ওই বিএনপি-জামাত চক্র সহ যেকোনো অপশক্তিকে এবং দেশী-বিদেশি চক্রান্ত প্রতিহত করে আমরা রাজপথে সজাগ থেকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে বিজয় নিয়েই ছাত্রলীগ কর্মীগণ ঘরে ফিরবে।

Exit mobile version