Site icon Daily Dhaka Press

গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। ভ্যানটি বড়পুশিয়া এলাকায় পৌঁছালে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কাভার্ডভ্যানের চালক মো. সুমন বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় বড়পুশিয়া এলাকায় এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে। এরপর ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে ফেলে ও পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পশ্চিম দিকে চলে যায়।

এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান বলেন, এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

Exit mobile version