জ্যেষ্ঠ প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারা দেশে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যাক্রমে বদলি জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনে।
বুধবার (৬ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি দায়িত্বশীল কর্মকর্তা জানান, সারা দেশের ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব এসেছে মন্ত্রণালয় থেকে। এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর কমিশন বৈঠকে বসবে। বৈঠকেই ওসি বদলির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.