Site icon Daily Dhaka Press

প্রায় ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করল কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার: টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃত ব্যক্তি মোঃ রবিউল হাসান (২০)। তিনি কক্সবাজারের চকরিয়া থানার মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (০৬ ডিসেম্বর ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন আজমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়ীতে তল্লাশি চালিয়ে প্যাকেট করার সময় ৬,৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version