Site icon Daily Dhaka Press

৯৯৯ এ কল পেয়ে ধর্ষনের শিকার শিশুকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে গাজীপুর মহানগরী থেকে ধর্ষণের শিকার এক গৃহকর্মীর বোনকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করা হয়। গ্রেপতারকৃতের নাম- হযরত আলী (৪৪)।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পূর্ব পাড়া এলাকা থেকে নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ নম্বরে ফোন করে জানান, তাঁর বাসার গৃহকর্মীর এগারো বছর বয়সী ছোট বোনকে একব্যক্তি ধর্ষন করেছে। কলার এ বিষয়ে আইনী সহায়তার অনুরোধ জানান।

এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ কোনাবাড়ি থানায় বিষয়টি দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই জয়ন্ত ঘরামী কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশু (১১) কে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ দিকে ধর্ষনের দায়ে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা অভিযুক্ত হযরত আলী (৪৪)কে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন ৯৯৯কে এ তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version