Site icon Daily Dhaka Press

জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক এন্দেল্লাহ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক মো. ফরিদ আহমদ।

জাবিসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জল, বাসস’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল ওসমান, প্রথম আলোর সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল হাসান প্রমুখ।

অধ্যাপক ফরিদ আহমদ বলেন, “জাবি সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই সাংবাদিকদের প্রথম সংগঠন। শুরু থেকেই এ সংগঠনকে খুব আপন মনে হয়। তোমরা বস্তুনিষ্ঠাতার সাথে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরো। প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের ভাবমূৃর্তি সমুন্নত রাখার এই ধারা অব্যাহত থাকবে।”

সদ্য দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠনে উপদেষ্টা হতে পেরে সম্মানিত বোধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন উপদেষ্টা হিসেবে সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য মহোদয়সহ সকলের সহযোগীতায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে সচেষ্ট থাকবো।”

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, “সাংবাদিক হলো সমাজের দর্পন। তোমরা যা লিখবে সেটাই দেশের মানুষ দেখবে। তাই তোমাদের দায়িত্বটা অনেক বড়। তোমরা অবশ্যই সমালোচনা করবে তবে গঠনমূলক।

তোমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দিলেই আমরা সংশোধন করতে পারব। তোমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে সেটাই আমার প্রত্যাশা।”

Exit mobile version