Site icon Daily Dhaka Press

গুলিস্তানে ডাকাতির প্রস্তুতিকলে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানে ডাকাতের প্রস্তুতিকালে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুজন হাওলাদার (৩৬), আবুল কালাম মাঝি (৪০), শহিদ খান (২১), ইব্রাহিম মৃধা (৬৩), মো. অনিক (২৭) ও মো. লাভলু (৩৬)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জামাদিসহ ধারালো ছুরি ও একটি ট্রাক।

ডাকাতের বিষয়টি নিশ্চিত করে গুলশান ডিবির এডিসি এস এম রেজাউল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টীম জানতে পারে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র গুলিস্তানে ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছায় ডাকত চক্রকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিত্তিতে এডিসি রেজাউল আরও বলেন, ২০০৮ সাল থেকে এই চক্রটি ঢাকা মহানগরীর সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে বসবাস করে এবং ঢাকা মহানগরীর ভিতরে গ্রিল কেটে চুরি ও ডাকাতি করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার ১১ জন একত্রে ডাকাতির পরিকল্পনা করছিল। সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যরা গাবতলী থেকে ট্রাকে উঠে বিভিন্ন এলাকা রেকি করে সুবিধামতো বাসায় ডাকাতি করতো বলে জানায়।

এছাড়াও রাতের বেলা পরিবহন করা নির্মাণ সামগ্রী কিংবা খাদ্যদ্রব্যের ট্রাক থামিয়ে ড্রাইভারকে মারধর করে নামিয়ে দিয়ে পণ্য সামগ্রির ট্রাকসহ ডাকাতি করে পালিয়ে যায়।

এদের নামে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির প্রস্তুতি ও গ্রিল কেটে চুরির মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ডিবির এই কর্মকর্তা।

Exit mobile version