Site icon Daily Dhaka Press

গুচ্ছ ভর্তির সিদ্ধান্ত নির্বাচনের পর

জাবি প্রতিনিধি: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হতে পারে। এবার ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও দুটি নতুন করে যুক্ত হতে পারে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ২০২২-২৩ শিক্ষবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের এখনো কোনো আলোচনা হয়নি। নির্বাচনের আগে হবে বলে মনে হয় না। জানুয়ারির মাঝামাঝিতে সভা হলে একটা সিদ্ধান্ত জানানো যাবে।”

একক ভর্তি পরীক্ষা আয়োজনে ব্যর্থ হলেও আগের ন্যায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনের কথা জানান ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাইফুদ্দিন বলেন, “গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অনেক ধীরগতির।

ছাত্রদের ভর্তি করিয়ে ক্লাস শুরু হতে হতে অনেক সময়ক্ষেপণ হয়ে যায়। ছাত্রদের একদিকে উপকারের কথা বলে অন্যদিকে আরও বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর বড় বিশ্ববিদ্যালয়গুলো না আসলে এটার মান নিয়েও কথা উঠে। মন্ত্রণালয়ের উচিত দ্রুত এ বিষয়ে কাজ করা।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, “একক ভর্তি পরীক্ষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একটা অর্ডিন্যান্সের জন্য আমরা খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটি পাশ হলেই আমরা একক ভর্তি পরীক্ষার বাকি প্রক্রিয়ার দিকে আগাতে পারবো। অন্যথায় গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা হবে।”

Exit mobile version