চট্টগ্রাম ব্যুরো : গতকাল ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৫.৩০ টায় ধর্মরাজিক মহাবিহারে “বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে সম্মিলিত বৌদ্ধ সমাজের আয়োজনে ও CAP এর সহযোগিতায় প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন।
দ্বাদশ সাধারণ নির্বাচনে শেখ হাসিনার উপর পরিপূর্ণ আস্হা রেখে বাংলাদেশের সকল প্রতিনিধিত্বমূলক জাতীয় বৌদ্ধ সংগঠন সমূহের নেতৃস্থানীয় ও সাধারন সদস্যদের নিয়ে এক মোটিভেশনাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার প্রচার সংঘ যুব, মহিলা ঢাকা অন্চল, ফোডারেশন মহিলা ও যুব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সহ বিভিন্ন প্রাইম সংগঠন সমুহের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর আস্হা ব্যক্ত করেন।