স্টাফ রিপোর্টার: কালোবাজারি-মজুদকারী ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার(১০ ডিসেম্বর) দুপুরে মিন্টুরোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গতকাল দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।
তিনি বলেন, আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রির করার পায়তারা করে, আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.