রাজিব রায়হান,জাবি প্রতিনিধি:
‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে রোববার (১০ ডিসেম্বর) বিভিন্ন আয়োজনে এ দিবস পালন করা হয়।
এদিন সকাল সাড়ে নয়টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে এ উপলক্ষে র্যালি বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের নেতৃত্বে র্যালিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপার্চায (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ মহিলা পরিষদের সাভার শাখার সভাপতি পারভীন ইসলাম অংশগ্রহণ করেন
এসময় উপাচার্য মোঃ নূরুল আলম বলেন, “মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। সকলকে মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও তাঁর বক্তব্যে ফিলিস্তিন, ইউক্রেনসহ বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।”
শিক্ষার্থী কল্যাণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, “সবার জন্য ও সার্বজনীন মানবাধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে। শিক্ষার্থীরা এখন থেকে নিজেদের অধিকার ও অন্যদের অধিকার সম্পর্কে জেনে তা বাস্তবায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা।”