রায়হান আহমেদ, ময়মনসিংহ :
১১ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহ কাস্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগের আয়োজনে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ভ্যাট দিবস ২০২৩ উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এবারের ভ্যাট দিবসের স্লোগান, ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্তিতছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান, কর কমিশনার কর অঞ্চল, ময়মনসিংহ ; মোহাম্মদ শাহ আবিদ হোসেন, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ময়মনসিংহ।
সভাপতিত্ব করেন রেজভী আহম্মেদ, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইস ও ভ্যাট কমিশনারেট ঢাকা(উত্তর),ঢাকা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.