এইচ এম রাফি: শাকিব খান অভিনীত ‘রাজকুমার’-এর শুটিং শুরু হতে যাচ্ছে শিগগিরই। দুই বছর আগে ঘোষণা দিয়ে সব ঝুলে থাকলেও এবার খবর পাকা। ঢাকায় পোঁছে গেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। আর এসেই অংশ নিলেন রাষ্ট্রপতি মো্ শাহাবুদ্দিনের জন্মদিনের অনুষ্ঠানে।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘রাজকুমার’-এর পরিচালক হিমেল আশরাফ।
সে উপলক্ষে রবিবার সন্ধ্যায় মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে নয়া লুকে হাজির হলেন শাকিব খান, যা রীতিমতো সবাইকে চমকে দেয়।
দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। দুজনের এমন একটি ছবি শাকিব তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, রাজকুমার আসছে।এদিকে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায় শুরু হবে ‘রাজকুমার’ ছবির শুটিং। এটিও প্রযোজনা করছেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান, যিনি ‘প্রিয়তমা’রও প্রযোজক।
হিমেল জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। আগামী বছর রোজার ঈদে রাজকুমার মুক্তি পাবে। এই ছবির শুটিংয়ে শনিবার কোর্টনি কফি ঢাকায় এসেছেন। আরো বলেন, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেম বন্দী করা হয়েছে।
জন্মদিনের ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র ছবির নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে রাজকুমার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.