*বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে তুলনায় বাংলাদেশে অনেকটা কম* -ব্যারিস্টার মনোয়ার হোসেন
চট্টগ্রাম ব্যুরো: জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ ১১ ডিসেম্বর বিকাল ৫টায় নগরীর নন্দনকাননস্থ থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার নেতা ও আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে তুলনায় বাংলাদেশে অনেকটা কম।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। তিনি বলেন, মায়ানমারের ১০ লক্ষাধিক মানুষকে বাংলাদেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনন্য নজির স্থাপন করেছেন।
আজ তিনি মানবতার মা হিসেবে সারা বিশ্বে অভিহিত। সংগঠনের সভাপতি মো. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, বিশ্বের বহু দেশে আজ চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। আজ তার দৃষ্টান্ত হচ্ছে ফিলিস্তিনের হত্যাযজ্ঞ। ফিলিস্তিনের নিরিহ জনগণের উপর চলছে হত্যাযজ্ঞ, কিন্তু বিশ্ব আজ নিরব।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ডা: মিজবাহুন নাহার আইভি, মোহাম্মদ মহিউদ্দিন আহমদ, মোহাম্মদ হোসেন রাজু, ইয়াসমিন আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান ও আবৃত্তি শিল্পী সাবরিনা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ চট্টগ্রামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, আকবরশাহ থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদক সবিতা রাণী বিশ্বাস, আকবরশাহ থানা শ্রমিক লীগের সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক বিজয় চট্টগ্রাম ব্যুরো চীফ ইমতিয়াজ ফারুকী, সাংবাদিক এম কে মোমিন, চট্টগ্রাম মহানগর যুব লীগ নেতা শিবু কুমার দাশ, মোপলেস সভাপতি সজল দাশ, প্রজন্ম চট্টগ্রাম প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, অধিকার বঞ্চিত শিশু একাডেমির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মাসুদ রানা, সংগঠনের সহ সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস মিয়া, এম এ হাশেম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হোসেন মধু, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়জী, ধর্মীয় সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, নিপা দেবী, সাথী কামাল, মোহাম্মদ মোস্তফা, আব্দুল মান্নান রানা, এস ডি রাজু, রাজা চৌধুরী, সমীরণ পাল, রোজী চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘আমার দৃষ্টিতে মানবাধিকার’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পাঠানো আঁকা ছবিবগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে ৩টি গ্রুপে নয়জনকে পুরস্কার ও বিশেষ বিবেচনায় পাঁচ জন করে তিন বিভাগে ১৫ জনকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।