স্টাফ রিপোর্টার : একাধিক গণপরিবহনকে একত্রিত করে স্কট সুবিধার মাধ্যমে ৪০ হাজারের বেশি যানবাহনকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, নাশকতা সহিংসতা দূর করতে আমাদের সবার সম্মিলিত সামগ্রিকভাবে কাজ করতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক, তেলের লরি ও যাত্রীবাহি বাস রয়েছে সে খানে ইস্পেশাল স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে র্যাব। স্কটের এভাবে আমরা ৪০ হাজারের অধিক পরিবহন গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছি।
নাশকতা রোাধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে মহাসড়কে চলাচল করা যাত্রীবাহি বাস সবচেয়ে বেশি নাশকতার মধ্যে পরত। লং রুটের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে নাশকতা বেশি হত, এটা অনেকটা কমে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দায়িত্ব পালন করছে, পাশাপাশি সবাই সতর্কতার সাথে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চালাচ্ছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রে যেসব রাস্তার পাশে থাকা বা অনিরাপদ স্থানের বাসে আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে।
নাশকতা সহিংসতা দূর করতে আমাদের সবার সম্মিলিত সামগ্রিকভাবে কাজ করতে হবে বলে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাদের (পরিবহন মালিকদের) যদি আমাদের সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তারা নিতে পারেন।
যখন বাসগুলো তাদের নিয়ন্ত্রণে থাকছে না, তখন তাদের সিকিউরিটি ও আমাদের সিকিউরিটিসহ রাখতে পারে। সে ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা বা নাশকতা অনেকটাই কমে আসবে।
বড় ধরনের নাশকতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.