Site icon Daily Dhaka Press

ইবি প্রতিনিধি : শিক্ষার্থীদের আইন, আইন বিষয়ক ঘটনা এবং আদালতের বাস্তব কর্মদক্ষতা বৃদ্ধি করতে ‘ব্যবহারিক জ্ঞান, মৌখিক এবং অ্যাডভোকেট দক্ষতা বৃদ্ধিতে মুটিংয়ের ভূমিকা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ।

মঙ্গলবার(১২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কর্মশালাটি আয়োজন করে ইবি মুট কোর্ট সোসাইটি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির উদ্বোধন করা হয়।

বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওয়ানা শারমিন নিশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা এবং সহযোগী অধ্যাপক ড. মাকসুদা খাতুন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুট কোর্টের উদ্দেশ্যে এবং গুরুত্ব তুলে ধরেন।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, অভিজ্ঞতা না থাকায় গ্রাজুয়েশনের পরে অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে পিছিয়ে থাকে।

গ্রাজুয়েশন শেষে কোর্টে অ্যাডভোকেটশিপ পেশায় ঢুকতে শিক্ষার্থীদের আইনবিষয়ক অনেক জ্ঞান প্রয়োজন।

এই মুট কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের পূর্বেই কোর্টের বাস্তব জ্ঞান সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে। যা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: সেলিম তোহা বলেন, আইন পেশায় একটি নির্দিষ্ট সময়ে সুসংহতভাবে মৌখিক যুক্তি উপস্থাপনের সামর্থ্য খুবই গুরুত্বপূর্ণ।

আমি আশাবাদী মুট কোর্ট সোসাইটি সিম্পোজিয়াম, বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা, প্রশিক্ষণ প্রোগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে আইন বিভাগের সুনাম বয়ে আনবে।

Exit mobile version