Site icon Daily Dhaka Press

চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রাম ব্যুরো: দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, যারা দেশের অর্থনীতি স্বাভাবিক নেই বলে অপপ্রচার চালান। তাদের জন্য মেট্রোপলিটন চেম্বারের এই মেলা একটি মেসেজ। এই মেলা নির্দেশ করে দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে বাঁধা সৃষ্টি করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।

গতকাল ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে আয়োজিত ৮ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও সিএমসিসিআই সহ-সভাপতি এম এ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইটিইএফ-২০২৩ এর আহ্বায়ক এম আবদুস সালাম।

Exit mobile version