Site icon Daily Dhaka Press

“বিজয় উল্লাস” কনসার্ট

স্টাফ রিপোর্টার : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ তান-রাত ইনস্টিটিউট এর উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং-এ “বিজয় উল্লাস” কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে
স্বাধীনতার ৫৩ বছর পূর্তি এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ তান-রাত ইনস্টিটিউট এর উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর যমুনা ফিউচার পার্কের কার্গো পার্কিং-এ “বিজয় উল্লাস” কনসার্ট এর আয়োজন করা হবে।

এ তথ্য জানায় যমুনা গ্রুপের ব্র‍্যান্ডিং হেড শাফকাত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ তান-রাত ইন্সটিটিউট প্রধান উপদেষ্টা ড. মোঃ সাজ্জাদ বলেন, যুব ক্ষমতায়নের জন্য কাজ করছে তার প্রতিষ্ঠান। এবার নিয়ে তৃতীয় বারের মতো “বিজয় উল্লাস” আয়োজন করতে যাচ্ছেন তারা।

মূলত বিজয় দিবসকে কেন্দ্র করে গত দু’বছরের মতো এবারও ১৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই কনসার্ট। এতে বাংলাদেশের বহুল জনপ্রিয় ব্যান্ড তারকারা উপস্থিত থেকে দর্শক ও শ্রোতাদের গান শোনাবেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যান্ড দলগুলো হচ্ছে, ওয়ারফেজ, আর্টসেল, এভয়েড রাফা, প্রিতম, হাসান, এশেজ, মেঘদল, ওয়ার সাইট, আফটার দ্যা এপক্লিপ্স, ঐন্দ্রজালিক, নিভানিয়া, অলেখা এবং ব্যান্ড হাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন (সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি), যমুনা গ্রুপের মিডিয়া পরিচালক ড.আলমগীর, পেন্টাগন গ্রুপের কর্ণধার অন্তু করিম প্রমুখ।

Exit mobile version