কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরফানুল হক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ১৫ জুন আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন মেয়র মনিরুল হক ওরফে সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তিনি এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র আরফানুল কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অক্সিজেন সঙ্গে নিয়েই তিনি চলাফেরা করতেন। এরই মধ্যে ৬ ডিসেম্বর থেকে তাঁর পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত রোববার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরফানুল হক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুবারের সাধারণ সম্পাদক। দেশবরেণ্য সাংবাদিক ওবায়দুল হক আরফানুলের চাচা। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি কুমিল্লা ক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের বহি ক্রীড়া সম্পাদক ছিলেন। ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে তিনি হামলায় জখম হয়েছিলেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.