Site icon Daily Dhaka Press

ময়মনসিংহে অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

রায়হান আহমেদ, ময়মনসিংহ: গতকাল ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের ০৩ (তিন) টি ইটভাটায়( মেসার্স পারভেজ এন্টারপ্রাইজ , মেসার্স শান্তা ব্রিকস, মেসার্স বিবিএম ব্রিকস) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ এর উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

উক্ত তিনটি অবৈধ ইটভাটা কে মোট ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মনসুর এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মেজ-বাবুল আলম উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্টৈ পাগলা থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

Exit mobile version