মরিয়ম মারিয়া, ইউএসএ থেকে: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে উপজীব্য করে বিভিন্ন সংগঠনমিলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। এরপর গান – কারার ঐ লৌহ কপাট করেন চন্দন চৌধুরী আবৃত্তি করেন,নজরুল কবীর,তাহরিনা পারভীন প্রীতি,স্বাধীন মজুমদার,ক্লারা রোজারিও, শান্তা শ্রাবনী, গোপন সাহা, ফাসির হোসেন কাব্য।
একক সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, চন্দন চৌধুরী, দীনাত জাহান মুন্নী, কাবেরী দাশ।
স্বনামধন্য কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিবেশনায় অংশ নেয় তারা হলো,আনন্দ ধ্বনী, বিপা, বাফা, শিল্পকলা একাডেমি, উদীচী স্কুল, আড্ডা ও সঙ্গীত পরিষদ।
নাট্যাংশে ছিলেন রোকেয়া রফিক বেবি, বসুনিয়া, এজাজ আলম, শিরীন বকুল ও নজরুল ইসলাম।
নৃত্য পরিবেশনায় ছিল,বিপা, বাফা ও আড্ডা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডাইভারসিটি প্লাজায় রাত ১১-১২:০১ মিনিটে।
উপস্থাপনায় ছিলেন, আবীর আলমগীর, মিনহাজ আহমেদ আশরাফুল হাসান বুলবুল, সেমন্তী ওয়াহেদ, সাবিনা হাই উর্বি, পারভিন সুলতানা।
পেইন্টিং ইভেন্টে অংশ নেন, মিথুন আহমেদও মোঃ টোকন।প্রদীপ প্রজনন করেছেন মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা। গ্রন্থনা সম্পাদনা করেছেন মিনহাজ আহমেদ ও সেমন্তী। প্রদীপ প্রজনন করেছেন মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা।