রাজিবরায়হান,জাবি প্রতিনিধি :
লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ তথ্য ব্যবহার করে ভিডিও কন্টেন্ট তৈরি করে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি গত বুধবার (১৩ ডিসেম্বর) লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং - এর নিজস্ব ফেসবুক পেইজ থেকে পোস্ট করা ৫ মিনিট ২২ সেকেন্ডর ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজন সম্পর্কে নানা অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া যায় । ভিডিও দেখার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। কেউ কেউ শেয়ার দিয়ে ট্রলসূচক মন্তব্য জুড়ে দিচ্ছেন।
৫ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিও পর্যালোচনা করে দেখা যায় যে, ভিডিওর ১মিনিট ৩৭ সেকেন্ডে বিশ্ববিদ্যালয়ের সাবেক উাপাচার্য ড. শরীফ এনামুল কবিরের নামের পূর্বে পদবি দেয়া হয় ডাক্তার, ৩ মিনিট ৪০ সেকেন্ডে- হলের ডাইনিং-এর কুপনের মূল্য ২০ টাকা উল্লেখ করা হয়েছে, যেখানে বর্তমান কুপনের মূল্য ৩০ টাকা। এছাড়াও ৩ মিনিট ৪৯ সেকেন্ডে হলে ফ্রি ওয়াইফাই সুবিধা আছে বলেও উল্লেখ করা হয়েছে, যা জাবির কোন শিক্ষার্থী-ই পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "আমরা সবাই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। যে কেউ তার কোচিং- এর প্রচারণা যেকোনভাবেই করতে পারেন। কিন্তু বিশ্বিবদ্যালয় সম্পর্কে কোন অসঙ্গতিপূর্ণ তথ্য দিয়ে প্রচারণা কোনভাবেই কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এমন অসঙ্গতিপূর্ণ তথ্য আমাকে এবং আমাদেরকে ক্ষুব্ধ করে। আমি আশাকরি সংশ্লিষ্ট কোচিং সেন্টার সোশাল মিডিয়া থেকে এই ভিডিও তুলে নিবেন।"
নাম প্রকাশে অনিচ্ছুক গণিত বিভাগের ৩য় বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, যারা ভিডিওতে কথা বলেছেন তারা সবাই বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী এবং লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর সাথে যুক্ত। তারাই যদি এমন ভুল তথ্য ছড়ায় তাহলে কোচিং-এর শিক্ষার্থীদের কি শিখাবে!
এ বিষয়ে জানতে চাইলে লিজেন্ড কেয়ারের পরিচালক খন্দকার আল মামুন রেজা বলেন,আমাদের ভিডিওতে এডিট সংক্রান্ত কিছু ভুল রয়েছে। ডাইনিং-এ হলের কুপন বিশ টাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি পঁয়তাল্লিশ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। আমি করোনার আগেও হলে থাকাকালীন সময়ে বিশটাকা করে কুপন ছিল। সেই জায়গা থেকে হয়তো বিশ টাকাই করে দেওয়া হয়েছে। আমাদের এটা নিয়ে রিচেক দেওয়া দরকার ছিল। তাইলে হয়তো এই ভুলটা হতো না।
ফ্রি ওয়াইফাই এর ব্যাপারে তিনি বলেন,আমার মীর মশাররফ হোসেন হলের ৩৩২ নম্বর রুমে এখনো রাউটার রয়েছে এবং সেটা থেকে ওয়াইফাই ফ্রি চলছে।'
উল্লেখ্য, ইতোপূর্বেও কোচিং-এর প্রচারণা করতে গিয়ে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে লিজেন্ড কেয়ারের বিরুদ্ধে।
#....
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.