Site icon Daily Dhaka Press

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জবর-দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ভাইয়ের গমের জমিতে জোরপূর্বক মাটির আইল দিয়ে রাতারাতি দখল করে নিয়েছে আপন ছোট ভাই মোঃ আজিজুর রহমানসহ তার লোকজন।

প্রতিবাদ করায় বড় ভাইকে প্রাণনাশের হুমকি প্রদর্শন। থানায় এমনই অভিযোগ করেছেন বড় ভাই মোঃ হাফিজুর রহমান।

অভিযোগে জানা যায়,পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছোটমানিক মৌজার জে.এল. নং- ৭০, খতিয়ান নং ২৬ ,দাগ নং ৪৯৬, রকম- ভিটা, জমির পরিমাণ ৪৯ শতকের কাত ৪১ শতক জমি নিয়ে ঐ গ্রামের মৃত বজির উদ্দিন মোল্লার পুত্র বাদী বড় ভাই হাফিজুর রহমান ও ছোট ভাই বিবাদী আজিজুর রহমান (৬৫)এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

গত ১২ ডিসেম্বর বিকেলে ওই তফসিল বর্ণিত বাদী হাফিজুর রহমানের সম্পত্তিতে (গমের জমিতে ) বিবাদী আজিজুর রহমানসহ তার লোকজন মাটির আইল দিলে তা ভেঙ্গে দেয় বাদী বড় ভাই হাফিজুর রহমান। এ ঘটনায় বিবাদী ছোট ভাই আজিজুর রহমান বড় ভাই বাদী হাফিজুর রহমানকে জানমালের ক্ষতিসাধন করার হুমকি প্রদর্শন করলে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার সরজমিনে গেলে বাদী হাফিজুর রহমান বলেন,আমার গমের জমিতে আইল ভেঙ্গে দেয়ার পরেও আবার তারা আইল দিয়েছে । এটা আমার মায়ের সম্পত্তি।আদালতের রায়ে ছোট ভাই আজিজুর পাবে ৫ শতক জমি। একই দাগে আমার কিছু কিনা সম্পত্তিও রয়েছে অথচ দখল করেছে অর্ধেক। আমি এর বিচার চাই?

এ বিষয়ে বিবাদী ছোট ভাই আজিজুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, ৪৯ শতক জমি আমার মায়ের সম্পত্তি। অর্ধেক আমার অর্ধেক তার। আদালত থেকে আমি রায়ও পেয়েছি। আমি কারো জমি দখল করিনি। আমার জমিতেই আমি আইল দিয়েছি ।

Exit mobile version