রাজিব রায়হান,জাবি প্রতিনিধি:
'মহান বিজয় দিবস' উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র ইউনিয়ন সংসদ।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছবি চত্ত্বরে এই প্রদর্শনী চলে।
এতে মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা বুদ্ধিজীবীদের চিত্র প্রদর্শন করা হয়।
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, "লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি।
বিজয়ের যে লক্ষ্য তার বিপরীতে দেশ ও জনগণের ভবিষ্যৎ নিয়ে সরকার তামাশা করছে। দেশের ক্রান্তিলগ্নে বুদ্ধিজীবিদের যে ত্যাগ তারই স্বরণে আজকের আলোকচিত্র প্রদর্শন।
দেশ স্বাধীন হলেও মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসেনি। সংবিধানের মূলনীতি তথা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র আজ ভূলন্ঠিত৷ আদিবাসীদের দেয়া হয়নি জাতিগত স্বীকৃতি৷ মানুষের বাকস্বাধীনতা নেই৷
বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠনের মিনি ক্যান্টনমেন্টে৷ রাষ্ট্র ও সমাজে মুক্তবুদ্ধির চর্চা হোক, নিপিড়ন নিপাত যাক এই প্রত্যাশা কামনা করি। পাশাপাশি শিক্ষাঙ্গনে সন্ত্রাস নির্মূলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।"
তিনি আরো বলেন, "মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশের; যেখানে সব মুখে ভাত থাকবে, সব হাতে থাকবে কাজ।
কিন্তু সেটা আমরা এখনো পাইনি। কাঙ্খিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ব হিসেবে এই লড়াইকে জারি রাখবে।"
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.