রাজিব রায়হান,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ রাসেল হলে বিজয় দিবসের প্রীতিভোজে নকল কুপন ব্যবহারের অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের সাথে কথা বলে জানা যায় শেখ রাসেল হল ছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ হল, শহীদ সালাম বরকত হলসহ আরও কয়েকটি হলে নকল কুপন ব্যবহারের অভিযোগ উঠেছে। হলে প্রীতিভোজের খাবার নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে কুপনের অবিকল ফটোকপি করা নকল কুপন পাওয়া যায়। এভাবে শুধু শেখ রাসেল হলেই প্রায় ২৫-৩০ টি নকল কুপন ব্যবহার করা হয়েছে বলে জানা যায়।
এমন কুপনধারী এক শিক্ষার্থী বলেন, "আমি ঢাকার বাইরে থাকায় কুপন কাটতে পারিনি। এজন্য আমি আমার ডিপার্টমেন্টের জুনিয়রের সাথে কথা বলে একটা কুপন ম্যানেজ করি। কুপনটি দেখে আমার হলেও আমি তাড়াহুড়া করে নিয়ে চলে আসি। তারপরে এ ঘটনাটি ঘটেছে।"
তবে অভিযুক্ত ঐ শিক্ষার্থীর জুনিয়র বলেন, "সে সামাজিক যোগাযোগ মাধ্যমের 'কুপন বিনিময়' গ্রুপ থেকে কুপনটি সংগ্রহ করেছে। এর থেকে বেশি কিছু জানে না তিনি।"
শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার বলেন, "ঐ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। যদিও তারা আমাদের হলের নয়, তবে তাদের নিজ নিজ হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে। পরবর্তীতে এমন ঘটনা যাতে না হয়, এজন্য প্রত্যেকটি হলে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।"
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.