স্টাফ রিপোর্টার: রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগম (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে তেজগাঁও থানা এলাকার কাওরান বাজার শুটকী পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী।
ওসি মহসীন বলেন, তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তিনি তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রফতারকৃত জোসনা বেগমকে জিজ্ঞাসাবাদের বরাত দিতে তিনি আরও জানান, তার স্বামী মাদকসেবি। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যায় সে। মাদক ব্যবসা করতে গিয়ে জোসনা গ্রেফতার হলে তার স্বামীই তার জামিন করান। জোসনার বিরুদ্ধে এী আগেও ১০ টি মামলা রয়েছে।
ওসি মহসীন আরও বলেন, তিনি ইতিপূর্বে ১০ বার জেলে গেছেন। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।