ডেস্ক রিপোর্ট :
আমি নিম্নস্বাক্ষরকারী ছালেহা আক্তার সুমি (৩১), পিতা: মাসুক আহমদ, মাতা: রোসনা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৩৩০২২৭২২২৮ ঠিকানা (স্থায়ী) , ইউনিয়ন/ওয়ার্ড বারঠাকুরী, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট ও ঠিকানা (বর্তমান)-, গ্রাম-০৪ নং ওয়ার্ড শাহপরাণ, ইউনিয়ন/ ওয়ার্ড-খাদিমপাড়া, থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট, মোবাইল নং -০১৮৩৪৬৯২৩৭৫।
গত ১১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকার সময় শাহপরান (রঃ) থানাধীন খাদিমপাড়া ইউনিয়ন/ ওয়ার্ড এর ০৪ নং ওয়ার্ড আল-মদিনা এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো। রেজিষ্টেশন নং- ২৭৯০৫৬, প্রতিষ্ঠানের নাম- হাফসা মজুমদার কলেজ, রোল নং-৩০৪০৯০, শিক্ষাবর্ষ-২০০৯-২০১০, কোড নং-১০৯, শিক্ষার্থীর নাম : ছালেহা আক্তার সুমি, মাতার নাম-: রোসনা বেগম, পিতার নাম- মাসুক আহমদ, ঠিকানা,: আলমশিদ, শরীফগঞ্জ, বারঠাকুরী, null, জকিগঞ্জ, সিলেট-৩১৯০, সিলেট , ফলাফল-০৩.৭০ , শ্রেনী: একাদশ-দ্বাদশ (এইচএসসি) , বিভাগ/গ্রুপ : মানবিক, জন্মতারিখ: ১ জানুয়ারি, ১৯৯২ , শিক্ষার্থী/পরীক্ষার্থীর ধরন ইস্যুকারী কর্তৃপক্ষ , নিয়মিত : সিলেট শিক্ষাবোর্ড, সিলেট।
বর্ণিত নম্বরপত্র (মার্কশীট)টি আল-মদিনা রাস্তার মোড়ে নিচে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
জিডি ট্র্যাকিং নং: HPTPO3 , জিডি নং: ৭৫৪ , তারিখ: ১৪/১২/২০২৩, শাহপরান (রঃ) থানা, সিলেট।
-ছালেহা আক্তার সুমি