রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : যৌন হয়রানি ও অনৈতিক আচরণের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের স্নাতক চতুর্থ বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী অনুপ কুমার ব্যানার্জীকে একই ইনস্টিটিউটের ছাত্র-সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে৷
এর আগে গত ২৫ নভেম্বর অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক অনুপ কুমার ব্যানার্জীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
অনুপ ব্যানার্জীর বিরুদ্ধে গত ৬ ডিসেম্বর একই ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের এক ছাত্রী যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ আনে৷
জানা যায়, সেই ছাত্রীর সঙ্গে অনুপের সম্পর্ক ছিলো। পরবর্তীতে ওই ছাত্রী তার সঙ্গে সম্পর্ক রাখতে না চাওয়ায় তাকে ব্ল্যাকমেইল করতেন অনুপ কুমার। এমনকি ভুক্তভোগী ছাত্রীর বিরুদ্ধে মানহানিমূলক প্রচারণা চালায় অনুপ। এসবের প্রেক্ষিতে অনুপের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইনস্টিটিউটের পরিচালক বরাবর অভিযোগ দেন ওই ছাত্রী। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশে ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়৷
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ড. মো. কামরুল হক বলেন, "তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সে প্রেক্ষিতে আমরা আপাতত অব্যাহতি দিয়েছি৷ এক্ষেত্রে সে যদি পুনরায় ভুক্তোভোগীর বিরুদ্ধে প্রতিশোধমূলক বা উস্কানিমূলক কোনো ব্যবস্থা নেয়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ও উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷"
তবে এ বিষয়ে অনুপ কুমার ব্যানার্জীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি৷
#.....
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.